oDesk Menu Option (ওডেস্ক মেনু অপশন পরিচিতি)


প্রিয় ভিজিটরগণ, আসসালামু-আলাইকুম!ওডেক্স রেজিস্টেশন করার পদ্ধতি পর্বের প্রতিশ্রুতি অনুযায়ী আজ আমার প্রোফাইল আপডেট করার পদ্ধতি সম্পর্কে লিখার কথা। কিন্ত আমি ভেবে দেখলাম প্রোফাইল আপডেট করার পদ্ধতি সম্পর্কে লেখার পূর্বে ওডেক্সের Menu গুলো সম্পর্কে পরিচিত করানো প্রয়োজন। তাই আজ আপনাদেরকে আমি oDesk menu option গুলোর সাথে পরিচয় করিয়ে দেই।  
উপরের ছবিটিতে লাল রং-এ চিহ্নিত মেনুগুলোর প্রত্যেকটির কাজ সম্পর্কে নিম্নে একটি একটি করে চিত্রসহ তুলে ধরা হল।

My Jobs: এটি মূল মেনুবার। এখানে কারর্সর ধরলে নিম্নে চিত্রের মত দেখাবে। 
ছবিটি লক্ষ্য করুন। My Jobs এ মাউস পয়েন্টার ধরলে উপরের ছবির মত ০৩টি অপশন দেখা যাবে। ছবিতে প্রদর্শশিত ক্রমিক নম্বর অনুযায়ী অপশনগুলোর কাজ নিম্নরুপ-
১) Job Applications: এই অপশনটি থেকে আপনি কতগুলো জবে আবেদন করেছেন তা দেখতে পাবেন। প্রয়োজনে যে কোন Job Application মুছে ফেলা যাবে।
২) Contracts: আপনার আবেদনের প্রেক্ষিতে প্রাপ্ত কাজ/কন্ট্রাক্টসগুলো দেখা যাবে।
৩) Post a Job: এই অপশনটি মূলত কন্ট্রাকটরদের জন্য নয়, বায়ারদের জন্য প্রযোজ্য।


এবার নিচের ছবিটি লক্ষ্য করুন-

বোর্ডের ঠিক নিচের বাম পাশের অংশে My Job Applications এর একটি শর্টকাট প্রিভিউ দেখতে পাবেন। অর্থাআপনি কতগুলো আবেদন করেছেন, কয়টি আবেদন করতে পারবেন কিংবা কতগুলো কন্ট্রাক্ট আপনার চলমান রয়েছে।

Manage & Work: এই অপশনটিতে মাউস পয়েন্টার ধরলে নিচের ছবির মত দেখতে পাবেন।
উপরের ছবিতে গোল চিহ্নের মাধ্যমে প্রর্দশিত ক্রমিক নম্বর অনুযায়ী প্রতিটি অপশনের কাজ নিম্নরূপ-
১) Team Room: যে বায়ারের কাজটি করছেন সেই কাজটি বায়ার আর কতজনকে দিয়ে করাচ্ছে তা দেখতে পাবেন।
২) Work Diary: ঘন্টা হিসেবে যতক্ষণ কাজ করেছেন তার একটি চিত্র দেখতে পারবেন।
৩) Reports: Time log, Time Analyze দেখা যায়।  
৪) Team Admin: আপনার কোন টিম থাকলে তা নিয়ন্ত্রণ করতে পারবেন।

Payments: এখানে কার্সর নিলে নিচের মত ছবি দেখতে পাবেন।
উপরের ছবিতে গোল চিহ্নের মাধ্যমে প্রর্দশিত ক্রমিক নম্বর অনুযায়ী প্রতিটি অপশনের কাজ নিম্নরূপ-
১) Financial Activity: আপনার জমাকৃত টাকার পরিমান দেখতে পাবেন প্রতিটি কাজের বিবরণসহ।
২) Payment Methods: oDesk কর্তৃক নির্ধারিত টাকার তোলার মাধ্যম যুক্ত করতে পারবেন।
৩) Withdrawals: আপনার কাজের জন্য oDesk একাউন্টে টাকা জমা থাকলে এই অপশনের মাধ্যমে টাকা উত্তোলনের জন্য পছন্দকৃত নির্দিষ্ট মাধ্যমে অনুরোধ পাঠাতে পারবেন।
৪) Referrals: এই অপশনটি হল আপনার আত্মীয় তৈরী করার মত। আপনার Referral/ Reference এর মাধ্যমে যতগুলো একাউন্ট খুলবে প্রতি একাউন্টের জন্য আপনি নির্দিষ্ট পরিমান বোনাস পাবেন।

Find Contractors & Jobs: এই অপশনটিতে মাউস পয়েন্টার ধরলে নিচের ছবির মত দেখতে পাবেন।
উপরের ছবিতে গোল চিহ্নের মাধ্যমে প্রর্দশিত ক্রমিক নম্বর অনুযায়ী প্রতিটি অপশনের কাজ নিম্নরূপ-
১) Find Contractors: এই অপশনটি মূলত বায়ারদের জন্য। বায়ারগণ এই অপশনের মাধ্যমে তাদের কাংখিত কন্ট্রাক্টর খুজে থাকেন।
২) Find Jobs: অপশনটির মাধ্যমে কাংখিত কাজ খুজে আবেদন করা হয়।
৩) Tests: বিভিন্ন পরীক্ষার জন্য।
৪) Trends: চলতি সময়ে oDesk এ কোন কাজের চাহিদা সবচেয়ে বেশী তা জানা যায় এবং উক্ত কাজে এখান থেকেও আবেদন করা যায়।
৫) oConomy: পেমেন্ট একাউন্ট দেখা হয়।
৬) Groups: oDesk গ্রুপ সমূহের টিমলিস্ট দেখা হয়। ইচ্ছে হলে গ্রুপ সমূহের সদস্য হওয়ার জন্য আবেদন করা যায়। 

Account: নিচের ছবিতে লাল রং-এ ঢেকে দেয়া অংশে আপনার একাউন্টের নাম দেখতে পাবেন। এই অপশনটিতে মাউস পয়েন্টার ধরলে নিচের ছবির মত দেখতে পাবেন।
উপরের ছবিতে গোল চিহ্নের মাধ্যমে প্রর্দশিত ক্রমিক নম্বর অনুযায়ী প্রতিটি অপশনের কাজ নিম্নরূপ-
১) Account & Profile: এই অপশনের মাধ্যমে আপনার প্রোফাইলের বিভিন্ন পরিবর্তন করতে পারবেন।
২) Sign Out: কাজ শেষে সাইন-আউট হতে হয়।

এবার নিচের চিত্রটি লক্ষ্য করুন-

উপরের চিত্রের তীর চিহ্নিত নিচের অংশে Account & Profile এর একটি শর্টকার্ট দেখতে পাবেন। এখান থেকে সরাসরিও প্রোফাইল পরিবর্তন কিংবা পরিবর্ধন করতে পারবেন।

Messages: এই অপশনটিতে মাউস পয়েন্টার ধরলে নিচের ছবির মত দেখতে পাবেন।
 
উপরের ছবিতে গোল চিহ্নের মাধ্যমে প্রর্দশিত ক্রমিক নম্বর অনুযায়ী প্রতিটি অপশনের কাজ নিম্নরূপ-
১) Inbox: ইমেইল এবং কাজের ইন্টারভিউ নোটিশ আসবে।
২) Notifications: আবেদনকৃত কাজের নটিফাই পাবেন।
৩) Tickets: কোন সমস্যায় পড়লে তা oDesk সাপোর্ট সেন্টারকে জানালে তার সমাধান এই অপশনে আসবে।
৪) Sent: আপনার পাঠানো বার্তা এখান থেকে দেখতে পাবেন।


এই হল oDesk একাউন্টের মেনু অপশন পরিচিতি। আশা করি উপকৃত হবেন। ভাললাগা কিংবা না লাগা সম্পর্কে মন্তব্য করুন। ধন্যবাদ।

No comments:

Post a Comment