প্রিয় ভিজিটরগণ!আজ আপনাদেরকে এমন একটি সংবাদ উপস্থাপন করবো যাতে আপনি অবাক না হয়ে পারবেন না। অনলাইনে নেটওয়ার্কিং করে আপনি আপনার কাংখিত লক্ষ্যে অর্জন করতে সক্ষম হবেন। আপনার জীবনের পরিচ্ছদকে বদলে ফেলতে পারেন। আর বেশী কথা বাড়াবো না, এবার মূল কখায় চলে আসি।
সম্পূর্ণ বাংলাদেশী মালিকানায় একটি কোম্পনী প্রতিষ্ঠিত হয়েছে যার নাম হল-
GTN BD LTD. (Global Trade Network Bangladesh Limited)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। কোম্পানীর বহুজাতিক পণ্য বিপণনের বিভিন্ন ধাপের একটি হচ্ছে ‘3G Recharge’।এই ‘3G Recharge’ ই আপনাকে নিয়ে যাবে সমৃদ্ধ জীবনের উচ্চতর সোপানে। নিম্নে কোম্পানীর আইনগত দিক তুলে ধরা হল।
রেজিস্ট্রেশন – ১০ মে ২০১১ ইং।
জয়েন্ট স্টক রেজিঃ নং- c-92630/11
ট্রেড লাইসেন্স নং- ০৬২৩১৮০
টিন নং- ১০৭-২০২-০১৭৯/কোম্পানীজ সার্কেল-১২, ঢাকা।
রেজিঃ অফিস- ২০/৫ শহীদ কর্ণেল রশিদ স্কোয়ার, পশ্চিম পান্থপথ, ঢাকা-১২০৫।
‘3G Recharge’ সময়ের প্রয়োজনে,
আগামীর আহবানে..........!
‘3G Recharge’ পরের পোস্ট বা ‘3G Recharge’ সংক্রান্ত আরো বিস্তারিত এখানে!!!!!!!
অথবা
সরাসরি ফ্রি ট্রেনিং/পরামর্শ এবং তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন-
০১৭১২৫৫৪৬৮৬ (মিজান),
ই-মেইল- mizan.ctg06@gmail.com
No comments:
Post a Comment